সুইং থাকবে। থাকবে সিম মুভমেন্টও। ইংল্যান্ডের চেমসফোর্ডের মেঘলা আবহাওয়ায় পেসাররা দেখাবে দাপট। চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে এমন চিত্রনাট্য মেনেই এগিয়েছে। যদিও ম্যাচটি বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে গেছে। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান তুলেছিল স্কোরবোর্ডে। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান তুলতেই হারিয়েছিল ৩ উইকেট।

বাংলাদেশের ব্যাটিংটা প্রত্যাশামতো হয়নি। তবে বোলিংয়ের শুরুটা মোটামুটি ভালো হওয়ায় ম্যাচটা জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল বাংলাদেশের। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সেটিই জানিয়েছেন নাজমুল হোসেন, ‘শুরুটা ভালোই হয়েছিল। ম্যাচটা শেষ হলে হয়তো ফল আমাদের দিকেই আসত। আমাদের পেসার ও স্পিনাররা যেভাবে বোলিং করেছে, সেটি ভালোই ছিল। আবহাওয়ার ওপর আসলে কারও হাত নেই, তাই এটা নিয়ে ভাবছিই না।’

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

6 + 5 =