বুশরা আফরিনের ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তাঁর বাবা ও উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বুশরা আফরিনের জন্য ঢাকা উত্তর সিটিতে কোনো অফিস বা চেয়ারও নেই। এ ধরনের কোনো পদও নেই। বুশরা বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে তাকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়রস কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, বুশরাকে কোনো বেতন-ভাতা বা গাড়ির সুবিধা দেবে না সিটি করপোরেশন। তার সবকিছু দেবে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার। প্রতিষ্ঠানটি বিশ্বে এখন পর্যন্ত বুশরাসহ সাতজন নারী চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে।

বুশরা সিটি করপোরেশন থেকে কোনো সুবিধা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বুশরা কার ছেলে বা কার মেয়ে– সেটি মুখ্য নয়। সম্পূর্ণ নিজের যোগ্যতায় সে নিয়োগ পেয়েছে। পুরো এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছে– এটা কিন্তু একটি বড় মেসেজ। তাকে নিয়ে গর্ব করা উচিত।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

15 + twelve =