সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন বুধবার রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার ছেলে শাহজেদ সা’দত বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় গত ১০ দিন যাবৎ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার ছেলে শাহজেদ সা’দত জানান, ড. সা’দত হুসাইন ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ছিলেন। কিডলি জটিলতা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। গত ১৩ এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় ছিলেন।

করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে বৃহস্পতিবার ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার। শাহজেদ বলেন, ‘এখন আমি, দুই বোন, মা-খালা পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন ২০০২-০৫ সালে সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। ২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি শিক্ষাসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

2 + ten =