জাতীয়কণ্ঠ গাইবান্ধা প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন ঢাকা থেকে তার প্রতিনিধির মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ অব্যাহত রেখেছেন।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৪০০ শত পরিবারের বাড়ী বাড়ী গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী গাড়ী যোগে পৌছে দেন তার প্রতিনিধি কামারদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওমর ফারুক । এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সুমন মিয়া।

এসব ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় অসহায় হতদরিদ্র পরিবারের সাথে ঢাকা থেকে মুঠোফোনে কথা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম লিটন। তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্ক হওয়ার কিছু নেই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের কন্যা ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং থাকবে। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

6 + 16 =