বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন,  করোনা ভাইরাস মহামারির এ সময়ে ত্রাণ নিয়ে কোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। মঙ্গলবার  দুপুরে রাজধানীর তোপখানা রোডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি একথা বলেন। এসময় দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দরিদ্র মানুষকে সরকারি খাদ্য সহায়তা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের আহ্বান জানান।

মেনন নগরদরিদ্রসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষদের তালিকা প্রণয়ন করে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেন। একইসঙ্গে গৃহশ্রমিকদের সহায়তা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। ত্রাণ নিয়ে যেকোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারি নীতি কঠোরভাবে পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার, উপদেষ্টা আবুল হোসাইন, জাকির হোসেন, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

17 − 1 =