কুমিল্লার তিতাসে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা জামাল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তবে, এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ভূঁঞা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা তিনজন জামালকে গুলি করে পালিয়ে যায়।

 

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। দাউদকান্দি থানার ওসি জানান, ঘটনাস্থলসহ গৌরিপুর বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে পাওয়া সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

 

 

 

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

18 + 14 =