রিকশায় গুলিস্তানের দিকে যাচ্ছিলেন মা ও মেয়ে । হঠাৎ রিকশায় ধাক্কা দেয় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান । এতে রাস্তায় ছিটকে পড়েন তারা। মেয়ে ২৩ বছরের সাহারার শরীরের ওপর দিয়ে কাভার্ডভ্যানটির চাকা উঠে যায় । এতে ঘটনাস্থলেই প্রাণপ্রদীপ নিভে যায় সাহারার। মা নাদিরা সামান্য আহত হন। চোখের সামনে মেয়ের মৃত্যুতে পাগলপ্রায় মা নাদিরা পারভীন।
নির্মম এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ওয়ারীর টয়েনবী সার্কুলার রোডে। সাহারা তালুকদারের অকালমৃত্যুতে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
স্বজনরা জানান, সাহারার বাবার নাম শাহাদাত তালুকদার। বাসা মুগদা থানা এলাকার মানিকনগরে। সাহারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।