করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশে রোববার ৯০ বয়সী এক নারী মৃত্যুবরণ করেন।

শনিবার নিউ সাউথ ওয়েলস ২৪ ঘণ্টায় নতুন ৫০ রোগী শনাক্তের কথা জানিয়েছিল; রোববারের আগ পর্যন্ত সেটিই ছিল চলতি বছরের সর্বোচ্চ দৈনিক শনাক্ত। এবারের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫৬৬ রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছেন। প্রদেশটির হাসপাতালগুলোয় এখন ৫২ জন করোনা রোগী ভর্তি আছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ১৫ জন। ৫ জন রয়েছেন ভেন্টিলেশনে।

কোভিড-১৯ সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী অন্যান্য দেশের তুলনায় মহামারিকে ভালোই সামলেছে। মহামারি শুরু থেকে রোববার পর্যন্ত দেশটি রোগী দেখেছে ৩১ হাজারের সামান্য বেশি, মৃত্যু হয়েছে ৯১১ জনের।

বিবিসি জানিয়েছে, দেশটিতে এখন চল্লিশোর্ধ্ব ব্যক্তি এবং স্বাস্থ্য বা চাকরির কারণে ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিতে আছেন এমন নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে।

গত ২৬ জুন সিডনিতে ‘বাড়িতে অবস্থান করার’ আদেশ জারি করা হয়। এর মধ্যে আরও কিছু লোক আক্রান্ত হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এই বিধিনিষেধ থাকবে ১৬ জুলাই পর্যন্ত।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

2 × four =