করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অনীহা প্রকাশ এবং আইসোলেশন সেন্টারে যোগ না দেওয়ায় ১০ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়া একজন স্টোর কিপারকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অনীহা প্রকাশ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য মঙ্গলবার বিকেলে তাদের চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। চিকিৎসক সংকটের কারণে উদ্বোধনের পরও আইসোলেশন সেন্টারটি চালু করা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘এই চিকিৎসকদের বারবার তাগাদা দেওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি। তাই অব্যাহতি দেওয়া হয়েছে।’

গত ১৩ জুন নগরের আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন সেন্টারে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে ১৬ জন চিকিৎসকসহ ৪৬ জন স্বাস্থ্যকর্মীকে পদায়ন করা হয়। তাদের মধ্যে ১০ চিকিৎসক ও একজন স্টোর কিপার যোগ দেননি। তারা সিটি করপোরেশনে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

1 × three =