সম্মুখ যোদ্ধা ডাক্তাররা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মারা যাচ্ছেন । আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়েই তারা নিজেরাই আক্রান্ত হচ্ছেন । এবার করোনায় প্রাণ গেল রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ মহিউদ্দিনের।
গতকাল (বুধবার) সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মোঃ মহিউদ্দিন। ১৪ দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। ২৪ দিন আগে করোনাভাইরাস পজেটিভ আসে ডা. মহিউদ্দিনের।