উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লুৎফুর রহমান লুতুইয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজিবির দাবি নিহত যুবক ইয়াবা কারবারি। তিনি নলবুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।

বিজিবি জানিয়েছে, তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নলবুনিয়া চিংড়ির ঘেরে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নিহত লুৎফুর রহমান লুতুইয়ার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

seventeen − 1 =