বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধে ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে মানুষকে ঘরে রাখা সম্ভাব হয়েছে। ই-কমার্স পরিচালনায় কোনও সমস্যা দেখা দিলে তা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

বুধবার (১৩ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছিলেন ই-কমার্স তারই একটি অংশ। ই-কমার্সে যারা কাজ করছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন।

করোনায় ই-কমার্স খাতে ৬৬৬ কোটি টাকা ক্ষতির দাবি করেছে ই-ক্যাব। এ সময় ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, এফবিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

twelve + 19 =