এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পরীক্ষার্থীদের মুঠোফোনে ‘খুদেবার্তা’ (এসএমএস) পাঠিয়ে প্রকাশ করা হতে পারে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, কাউকেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার প্রয়োজন পড়বে না এবং এবার কোনো আনুষ্ঠানিকতা ও আড়ম্বর থাকবে না পরীক্ষার ফল প্রকাশে।

কয়েক বছর ধরে ‘পেপারলেস’ ফল প্রকাশ করে আসছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এবার করোনোভাইরাসের সংক্রমণের কারণে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশের দিকে এগোচ্ছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এতে ফল যাবে মুঠোফোনে, একইসঙ্গে তা প্রকাশ হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এরই মধ্যে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের বোর্ডের সব এসএসসি পরীক্ষার্থীর মুঠোফোন নম্বর সংগ্রহ করেছে। অন্যান্য শিক্ষা বোর্ডও শিগগির তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি পরীক্ষার্থীদের মুঠোফোন নম্বর চেয়ে চিঠি দিতে পারে। আগামী মাসের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতির কাজ শেষ করতে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১০ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সে লক্ষ্য নিয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে সব প্রস্তুতি শেষ করতে ।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here

5 × five =